হাজীগঞ্জ ও শাহরাস্তি ইউপি নির্বাচনে আচরণ বিধি সভায় প্রার্থীরা যা বললেন… (ভিডিও)

চাঁদপুর: শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণের সাথে আচরণ বিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ উপস্থিত দুই উপজেলার দুইজন করে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য প্রার্থী ও সাধারণ ওয়ার্ডের দুইজন করে ইউপি সদস্য প্রার্থীর বক্তব্য দেয়ার সুযোগ করে দেন। পাঠকের জন্য ওই বক্তব্যের অংশগুলো ভিডিও ক্লিপ দেয়া হলো:

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম