হাজীগঞ্জ উপজেলা যুবদল নেতা হুমায়ুন কবিরের মায়ের ইন্তেকাল

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক ও ব্যবসায়ী হুমায়ুন কবির সুমনের মা শতর্ধ্বো ফুলবানু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৯ জানুয়ারি) বিকেলে নামাজে জানাজা শেষে তাঁকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি হাজীগঞ্জ পৌরসভার ধেররা গ্রামের মরহুম আমিনুল হকের স্ত্রী।

এর আগে শনিবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

মরহুমার মৃত্যুতে জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম