হাজীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে শোক দিবস পালিত 

হাজীগঞ্জ (চাঁদপুর): বঙ্গবন্ধু পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ আগষ্ট) বিকালে হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জ পিটিআইয়ের অডিটোরিয়ামে নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া ও আলোচনা সভা সম্পন্ন হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির বিদ্যুৎখাত সংক্রান্ত কমিটির আহবায়ক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জি: মোহাম্মদ হোসাইন।
হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদের হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বতু’র সভাপতিত্বে ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদের সদস্য খাইরুল বাশার রুজমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি, উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি ওয়ালি উদ্দিন খোকা, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ মৃধা, ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুর রহমান বেলাল, ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী অলি উল্লাহ, মুকবুল আহমেদ চৌধুরী, রফিকুল ইসলাম শ্রাবণ, ৪নং কালোচোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মাঈনুদ্দিন মিয়াজি, উপজেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ মুঞ্চি, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, জেলা তাঁতী লীগের সাবেক সভাপতি, মুখলেসুর রহমান, পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জিতু মিয়া, উপজেলা সজিব ওয়াজেদ পরিষদের সাবেক সভাপতি ফজলুল হক, সাংবাদিক সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম