হাজীগঞ্জ আড়াই কোটি টাকা ব্যয়ে কোদালিয়া খাল খনন

এলজিইডির IPCP প্রজেক্টের আওতায় ৬.৭ কিলোমিটার হাজীগঞ্জ উপজেলার আওতায় প্রায় ২ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে কোদালিয়া খাল খননে কৃষকের মুখে হাসি ফুটেছে।

এই খাল খননে দুই পার্শ্বের সেচ কাজে শুষ্ক মৌসুমে পানির সংকট কাটিয়ে বোরো ধানের ব্যাপক চাষাবাদ বৃদ্ধি পাবে।

আশাকরা হচ্ছে চলতি মৌসুমে ধানের উৎপাদন কয়েকগুন বৃদ্ধি পাবে এবং কৃষক স্বল্প খরচে ধান উৎপাদন করতে পারবে। এতে কৃষক লাভবান হবে এবং মাছ চাষেও পুষ্টির চাহিদা পুরণ হবে।

ছবি ও প্রতিবেদন: মহিউদ্দিন আল-আজাদ।

ফোকাস মোহনা.কম