হাজীগঞ্জে EASY ফ্যাশন লিমিটেডের ৭২তম শাখার উদ্বোধন

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে EASY ফ্যাশন লিমিটেডের ৭২তম শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে ফিতা কেটে EASY ফ্যাশন লিমিটেডের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ. স. ম. মাহবুব উল আলম লিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম মাহববু-উল আলম লিপন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীকভাবে চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র। এ বাজারের সুনাম দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। ফলে হাজীগঞ্জ বাজারের ব্যবসা-বাণিজ্য প্রসার লাভ করছে।

তিনি বলেন, ইজি ফ্যাশন বাংলাদেশের একটি অন্যতম প্রসিদ্ধ পণ্য। এ পণ্যের শো-রুম হাজীগঞ্জে উদ্বোধন হওয়ায় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীকভাবে আরো সমৃদ্ধ হবে।

উদ্বোধনীয় অনুষ্ঠানে আশরাফুল বলেন, বিপিএলে খেলতে না পারায় আমার ভক্তরা মন খারাপ করে আছেন। সামনে ঢাকা প্রিমিয়ার লীগে যেন ভালো খেলতে পারি সেজন্য দোয়া করবেন সবাই। হয়তো আর এক বছর ক্রিকেট খেলব এরপর অন্য চিন্তা করব।

অনুষ্ঠানে ওই সময় EASY ফ্যাশন লিমিটেডের হাজীগঞ্জ শাখার পরিচালক তৌহিদ চৌধুরীর পরিচালনায় EASY ফ্যাশনের চেয়ারম্যান আসাদ চৌধুরীসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম