হাজীগঞ্জে ৭৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৫শ’৯৮ জনের মনোনয়নপত্র দাখিল

হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৭৩ চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৫শ’৯৮ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন।

 এদিন সকাল থেকে বিকেল ৫ টায় পর্যন্ত প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে দায়িত্ব প্রাপ্ত রিটাণিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করতে দেখা গেছে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১১ ইউনিয়নে (বিএনপি) মনোনীতরা চেয়ারম্যান পদে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে প্রার্থী এবং সমর্থকদের পদচারণায় উপজেলা পরিষদ প্রাঙ্গন ছিলো উৎসবমূখর পরিবেশ।

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত নারী আসনে ৯০ জন এবং সাধারণ সদস্য পদে ৪শত ৩৬ জন  প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচন অফিসের তথ্যমতে ১নং রাজারগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১জন, ২নং বাকিলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, ৩নং কালোচো উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, ৪নং কালোচো ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, ৫নং হাজীগঞ্জ (সদর)  ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন, ৬নং পূর্ব বড়কুল  ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান ৩পদে জন, ৮নং হাটিলা পূর্ব  ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন,৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন ও ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

১১ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন, রাজারগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আ. হাদি মিয়া, ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন, কালোচোঁ উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, কালচোঁ দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন মিকন, হাজীগঞ্জ সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম মীর, বড়কুল পূর্ব ইউনিয়নে সাবেক ছাত্রনেতা মো. আহসা হাবিব, বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মনির হোসেন গাজী, হাটিলা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজেই নুরুর রহমান বেলাল, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বাচ্চু, হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব একে এম মজিবুর রহমান।

উপজেলার ৯টি ইউনিয়নে ইসলামী আন্দোলনের একক প্রার্থীরা হলেন, রাজারগাঁও ইউনিয়নে মাও. আবুল হাশেম বেপারী, বাকিলা ইউনিয়নে আলহাজ্ব মো. জামাল উদ্দীন মিয়াজী, কালচোঁ উত্তর ইউনিয়নে আব্দুল মতিন মজুমদার, কালচোঁ দক্ষিণ ইউনিয়নে মাও. শাহাদাত হোসাইন, হাজীগঞ্জ সদর ইউনিয়নে হাফেজ মাও. মুফতি মোস্তাফিজুর রহমান, বড়কুল পূর্ব ইউনিয়নে বীরমুক্তিযোদ্ধা কারী আবদুল হামিদ মোল্লা, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে মাও. মো. কাউছার হোসাইন, হাটিলা পশ্চিম ইউনিয়নে মো. ইয়াছিন মনির।

এছাড়াও ইসলামীক ফ্রন্ট বাংলাদেশে ও জাকির পার্টি থেকেও ৪জন মনোয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়াও অন্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র দাখিল করেছে।

আগামী ২৯ নভেম্বর মনোনয়নপত্র যাছাই-বাছাই, ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আপিল দায়ের, ৩ থেকে ৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি, ৬ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং ৭ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও ২৬ ডিসেম্বর রবিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম