হাজীগঞ্জে ৪’শ কেজি পলিথিন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে কোস্টগার্ড ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৪’শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) দুপুরে ৫ হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আরাবি পেপার হাউজ নামের এক ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ বাজারে যৌথ অভিযান পরিচালনা করেন, কোস্টগার্ড ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় আরাবি পেপার হাউজের গোডাউন থেকে ৪’শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। একই সময়ে তাৎখনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ এর ৬ক দন্ড ১৫ (১) এর ৪ (খ) ধারায় নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমান আদালতে নিষিদ্ধ পলিথিন জব্দের প্রসিকিউশন প্রদান করেন চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হান্নান।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হান্নান জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, প্রদর্শন, মজদু ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বা ব্যবহার বন্ধে কোস্টগার্ড ও পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহৃত থাকবে।
ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম