হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জে পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৬ বোতল হইস্কিসহ মাদককারবারি মমিন পাটওয়ারী ও ১’শ পিস ইয়াবাসহ আমান উল্যাহ’কে আটক করেছে পুলিশ।
রবিবার ভোরে পৃথক অভিযানে ২ মাদকের বড় চালান জব্দ করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানাধীন পৌরসভাধীন খাটরা বিলওয়াইর এলাকায় একটি পিকআপ আটক করে সেই পিকআপে তল্লাশি করে ৩০ কেজি গাঁজা ও ১৬ বোতল হইস্কিসহ মাদককারবারি মমিন পাটওয়ারীকে আটক করা হয়। আটক মাদককারবারী চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার ঘোড়াধারী গ্রামের নুরুল ইসলাম পাটোয়ারীর ছেলে। তার বিরুদ্ধে হাজীগঞ্জ, চাঁদপুর, মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানাসহ দেশের বিভিন্ন থানায় মাদক আইনে ১০/১২টি মামলা চলমান রয়েছে।
অপর দিকে টোরাগড় প্রফেসার পাড়া থেকে ১’শ পিস ইয়াবাসহ আটক আমান উল্যাহ ওই গ্রামের ইমাম হোসেনের ছেলে। সে হাজীগঞ্জে একজন শীর্ষ ইয়াবাকারবারি
এ ঘটনায় মাদক আইনে পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে একই দিবাগত রাতে পৌর এলাকার প্রফেসরপাড়া সড়কে অভিযান চালিয়ে ১শ পিস ইয়াবাসহ আমান উল্যাহ নামের এক মাদক কারবারীকে আটক করে। মাদক উদ্ধারের নেতৃত্ব দেন হাজীগঞ্জ থানার উপপরিদর্শক মেহবাহুল আলম চৌধুরী।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ জানান, আটককৃত মাদককারীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ফম/এমএমএ/