চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৯ কেজি গাঁজাসহ সোহেল হোসেন (২৭) নামে মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকালে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর চাঁদপুর আদালতে পাঠিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ। সোহেল হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার মো. মহরম আলীর ছেলে।
দুপুরে চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয় এর মিডিয়া সেল থেকে এ তথ্য গনমাধ্যমকে নিশ্চিত করা হয়।
প্রাপ্ত তথ্যে জানাগছে, গোপ সংবাদের ভিত্তিতে রবিবার দিনগত রাতে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিছবাহুল আলম চৌধুরী, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ হাজীগঞ্জ পৌর এলাকার উত্তর টোরাগড় রেললাইনের উত্তর পাশের জনৈক সেলিম মিয়ার বসত বাড়ীর গেটের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক বিক্রেতা সোহেলকে ১৯ কেজি গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ বলেন, সোহেলের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা হয়েছে। পরে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়।
ফম/এমএমএ/