হাজীগঞ্জে ১৬০ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর:  চাঁদপুরের হাজীগঞ্জে নিষিদ্ধি ঘোষিত পলিথিন জব্দের অভিযানে ১৬০ কেজি পলিথিন জব্দ এবং ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে হাজীগঞ্জ বাজারের পৌর হকার্স মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান।

তিনি বলেন, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে হাজীগঞ্জ বাজার থেকে ১৬০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মো. মিনর হোসেন (৩৫) কে ১হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের একটি চৌকস দল সহযোগিতা করেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম