চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা হিন্দু সম্প্রদায়ের খোঁজ-খবর নিতে যাচ্ছেন বাড়ি বাড়িতে। একই সাথে তারা স্থানীয় বেলচোঁ বাজারে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দিনব্যাপী উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে হিন্দু ধর্মালম্বীদের খোঁজ-খবর নেন এবং ওই ইউনিয়নের বেলচোঁ বাজারে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনায় উদ্ভুত পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্ম-বিরতি পালন করছেন। যে কারণে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়। রাতে শুরু হয় ডাকাত আতঙ্ক। এমন পরিস্থিতিতে ইসলামী দলগুলোর নেতাকর্মীরা মন্দিরগুলোতে রাতে পাহারা দিচ্ছেন।
এছাড়াও পুলিশের কর্ম-বিরতীতে ট্য্রাফিক পুলিশের সদস্যরাও সড়ক থেকে সরে গেছেন। যে কারণে হিন্দু ধর্মালম্বীদের বাড়ি ও মন্দির এবং সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আনসার ও বিএনসিসির সদস্যরা। এর ব্যতিক্রম হাজীগঞ্জেও নয়। হাজীগঞ্জে বিভিন্ন মন্দিরে পাহারা ও হাজীগঞ্জ বাজারে ট্র্যাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীসহ বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতারা।
এদিকে শিক্ষার্থীদের ট্র্যাফিক পুলিশের দায়িত্ব পালন করায় সড়কে বিভিন্ন ধরণের পরিবহন চলাচলে ভোগান্তি কমেছে এবং অনেকটা সাহস পেয়েছেন হিন্দু ধর্মালম্বীরা। শিক্ষার্থীদের এমন প্রশংসনীয় কাজে স্বস্তি প্রকাশ করেছেন হিন্দু সম্প্রদায়সহ সাধারণ মানুষ। তারা শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং আগামি দিনেও দেশের যেকোন দুর্যোগময় মুহুর্তে মানুষের পাশে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন।
ফম/এমএমএ/