হাজীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীকে বিএনপি থেকে অব্যাহতি!

ছবি: সংগ্রহীত।

হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জের ১০নম্বর গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ভূইয়া (শিকোকে) দলীয় পদসহ দলের সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ নাফের শাহ্’র স্বাক্ষরে অব্যাহতি দেওয়া হয়।

নাসির উদ্দিন ভূইয়া ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

উপজেলা বিএনপির দলীয় প্যাডে ও এম এ নাফের শাহ্’র স্বাক্ষরে অব্যাহত পত্রে উল্লেখ করা হয়, নাছির উদ্দিন ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক, ১০নং গর্ন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি। আপনি দলীয় শৃঙ্খলা না মেনে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জন্য সংগঠন বিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১০নং গর্ন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়ন শাখার সহ-সাধারণ সম্পাদক পদ ও দলীয় প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল কর্মকাণ্ড হতে অব্যাহতি হয়েছে।

নাসির উদ্দিন ভূইয়ার শিকো আসছে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে অংশগ্রহণ করে এলাকায় প্রচার-প্রচারণা করে যাচ্ছেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম