হাজীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

ঘাতক স্বামী। ছবি: সংগ্রহীত।

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে রুমা রানী ঘোষ (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী আকাশ সরকারকে (৩০) গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতের বিচারক তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে আটক করে হাজীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। এদিন রাতেই নিহত রুমা বাবার পরিবারের পক্ষ থেকে আকাশ সরকার ও তার বড় ভাই তাপস সরকারের বিরুদ্ধে মামলা দায়ের এবং ওই মামলায় আকাশ সরকারকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।

এর আগে রোববার বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার কার্তিক সাহার ভবনের ভাড়া বাসা থেকে ওই রুমার মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের উত্তম ঘোষের মেয়ে এবং তার স্বামী আকাশ সরকার মতলব উত্তর উপজেলার শিবপুর গ্রামের রতন সরকারের ছেলে।

অপর আসামি তাপস সরকার ও তার ছোটভাই আকাশ সরকার’সহ তাদের মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্য দীর্ঘদিন হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

ধারণা করা হচ্ছে, রুমা রানী ঘোষ পারিবারিক কলহের জেরে জানালার গ্রিলের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন এবং স্ত্রীর আত্মহত্যার বিষয়টি পুলিশ ও সংবাদকর্মীদের নিশ্চিত করেন স্বামী আকাশ সরকার। তবে আত্মহত্যা নয়, তাকে মারধর ও নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে রুমার বাবার বাড়ির লোকজন দাবি করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, সুরতহাল প্রতিবেদন ও চাঁদপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে রুমা রানীর ঘোষের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে দুইজনকে আসামি করে মামলা দায়ের এবং ওই মামলা তার স্বামীকে আকাশ সরকারকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম