হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে হাজীগঞ্জ উপজেলা বিএনপি।
শুক্রবার (২৬ নভেম্বর) বাদ আছর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. আলমগীর কবির পাটওয়ারীর নেতৃত্বে উপজেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিব বড় মসজিদেও পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. আলমগীর কবির পাটওয়ারী, হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল বাসার, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আকবর হোসেন মৃধা, বিল্লাল হোসেন সর্দার, সদস্য আব্দুল আউয়াল সর্দার, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জিসান আহম্মেদ সিদ্দিকীসহ নেতাকর্মীরা।
ফম/এমএমএ/