হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপরে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন।
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু ছাইদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম।
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, মাদরাসার শিক্ষকদের পক্ষে বেলচোঁ কারিমাবাদ ফাযিল মাদরাসার অধ্যক্ষ মিজানুর রহমান প্রমূখ।
শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সাদ্রা হামিদিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ও গীতা পাঠ করেন বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পলাশ চন্দ্র।
বলাখাল জেএন কারিগরি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম, হাজীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকক মোহাম্মদ জয়নাল আবেদীন টিটু, টঙ্গীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন সর্দার, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জ্যোস্না বেগম, বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হক, বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষখ কবির হোসেন, বলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ আহমেদ, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্রসহ আমন্ত্রিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/