হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল। এসময় জাতীয় দিবস দুটি সফল করার জন্য বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়।
এছাড়াও প্রস্তুতি সভায় সরকারি নির্দেশনা ও উপস্থিত প্রতিনিধিবৃন্দের মতামতের ভিত্তিতে শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস ও বিজয় মেলা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং দিবসটি সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উদযাপন কমিটি গঠন করা হয় ।
এসময় মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাটওয়ারী ও মফিজুল ইসলাম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ও মজিবুর রহমান মজিব প্রমুখ।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেলা প্রকৌশলী আজিজুল হক, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, নির্বাচন কর্মকর্তা ফারুক হোছাইন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজালাল, জনস্বাস্থ্য প্রকৌশলী মাহবুব আফছার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ চৌধুরীসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এছাড়াও হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, মিজানুর রহমান মিলন, মানিক হোসেন প্রধানীয়া, ইউসুফ প্রধানীয়া সুমন, নুরুল আমিন হেলাল, মোস্তফা কামাল মজুমদার, গিয়াস উদ্দিন বাচ্চু, একেএম মজিবুর রহমান, আবু তাহের প্রধানীয়াসহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/