হাজীগঞ্জে মাদক বিরোধী মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুর :  চাঁদপুরের হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে মাদক ও ইভটিজিং বিরোধী ডে-নাইট টিভিকাপ মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েচে।

শুক্রবার (১১ আগষ্ট) সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে।

উদ্বোধনীয় খেলায় ধোপল্লা বড় বাড়িকে ৯ রানে হারিয়ে সর্দার কিংস এবং পন্ডিত বাড়ি একাদশকে ১৫ রানে হারিয়ে ফরাজী বাড়ি একাদশ জয়লাভ করে। টুর্নামেন্টে স্থানীয় ১২টি দল অংশগ্রহণ করবে।

মোহাম্মদপুর পশ্চিমপাড়া হারেছ মেম্বারের বাড়ির সামনের মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সুফিয়ান হেলাল, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মিলিটারি, সাপ্তাহিক ত্রিনদীর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মহিউদ্দিন আল আজাদ, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হানিফ সর্দার, সাবেক ইউপি সদস্য হারেছ সর্দার।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম