চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে পন্যের অতিরিক্ত মূল্য বৃদ্ধিসহ সড়কে অবৈধভাবে রাস্তা দখল করে দোকান বসানোর দায়ে ৯ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩০ মার্চ) বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত যৌথ বাহিনীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।
রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়। এ সময় পন্যের অতিরিক্ত মূল্য বৃদ্ধি এবং অবৈধভাবে রাস্তা দখল করে দোকান তৈরী করায় মোট ৯টি মামলায় ৯জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/