হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
রোববার (৬ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ বাজারের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে বিসমিল্লাহ জুয়েলার্স, বিশাল শপিং সেন্টার ও চাঁদের হাটে পৃথক পৃথক মোট নগদ ১৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সতর্ক ও বিএসটিআই এর বিধি অনুযায়ী ব্যবসা পরিচালনার নিদের্শনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জানা গেছে, এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহানের নেতৃত্বে হাজীগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বিএসটিআইয়ের কুমিল্লা অফিস। অভিযানে বিসমিল্লাহ জুয়েলার্সে নগদ ১ হাজার, বিশাল শপিং সেন্টারে ৩ হাজার ও চাঁদের হাটে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ফিলিং স্টেশন ও মুদি দোকানসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধীকারীদের সতর্ক এবং বিএসটিআই এর বিধি অনুযায়ী ব্যবসা পরিচালনার নিদের্শনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেটস রিফাত জাহান।
এসময় বিএসটিআইয়ের পরিদর্শক আবু শিহাব মো. ইমতিয়াজ, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মো. গোলাম চিশতী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/