হাজীগঞ্জে বিসমিল্লাহ্ জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাচিপ মহাসচিব

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে বিসমিল্লাহ্ জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব ও জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান এবং শাহরাস্তির কৃতি সন্তান অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন।

শুক্রবার (৫ মে) সকালে তিনি হাসপাতালটি পরিদর্শনে এসে হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় হাসপাতালের পরিবেশ, চিকিৎসা ব্যবস্থা ও রোগ নির্ণয় সংক্রান্ত বিভিন্ন অত্যাধুনিক মেশিনারিজ (যন্ত্রপাতি) দেখে সন্তোষ প্রকাশ করেন অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন।

এর আগে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ তোফায়েল আহমদ।

এ সময় প্রতিষ্ঠানের পরিচালক ডা. শাহ ইমরান শেখ, ডা. শেখ মঈনুল ইসলাম খোকন, শেখ মাকসুদুজ্জামান ও মো. আবুল কাশেম শেখসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম