হাজীগঞ্জে বিএনপি নেতাদের ধরপাকড়, আটক-৯

ক্যাপশন : হাজীগঞ্জে নদী বাড়ি ক্যাপে থেকে আটক পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্ট, উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলাল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মজিবুর রহমান ও পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন লারাসহ ৯ জন।
হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্ট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলাল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মজিবুর রহমানসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) সকালে হাজীগঞ্জ বাজারস্থ নদী বাড়ি ক্যাপে এন্ড রেস্টুরেন্ট থেকে তাদেরকে আটক করা হয়।
অপর আটককৃতরা হলেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আর্জিল হোসেন দিনার, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন লারা, পৌর ১১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. শাহআলম, শ্রমিক নেতা ইমান হোসেন, ছাত্রনেতা শামিম হোসেন ও মাঈনুদ্দিন। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আগামিকাল (আজ) মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
জানা গেছে, হাজীগঞ্জ বাজারস্থ ডাকাতিয়া নদীর পাড়ে নদী বাড়ি ক্যাপে এন্ড রেস্টুরেন্টে অবরোধ সফল করতে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মিটিং করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীদের আটক করে। এ দিকে বিএনপি নেতাদের অভিযোগ পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তল্লাশী করে নেতাকর্মীদের হয়রানি ও ধরপাকড় করছে।
কাউকে হয়রানি করা হচ্ছে না উল্লেখ করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, সু-নির্দিষ্ট অভিযোগ পেয়ে নদী বাড়ি ক্যাপে অভিযান চালিয়ে বিএনপির নেতাকর্মীদের আটক করা হয়েছে। তিনি বলেন, জনগণের জান-মালের নিরাপত্তায় পুলিশ সতর্ক রয়েছে।
ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম