হাজীগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক ছেলে আটক

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে জন্মদাতা বাবা আক্তার হোসেন (৫৮)-কে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার ৪৩ দিন পর ঘাতক ছেলে সাকিব হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার এসআই আলমগীর সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার রাতে ঢাকা বছিলা থেকে তাকে আটক করে।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে আটককৃত সাকিবকে সাথে নিয়ে বাবাকে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে টোরাগড় সরকার বাড়ীতে অভিযানে যায় পুলিশ। সেখান থেকে হত্যায় ব্যবহৃত কাঁচি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

গত ১১ সেপ্টেম্বর (বুধবার) দিবাগত রাতে হাজীগঞ্জ পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করছে নিহতের পরিবারের।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, বাবাকে হত্যার দায়ে ছেলে সাকিবকে ঢাকার বছিলা থেকে আটক করা হয়েছে। দুপরে ঘাতক সাকিবকে নিয়ে হত্যার ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত কাঁচি উদ্ধার করা হয়েছে।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম