হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহাকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে তিনি বাজারের কাঁচা বাজার, বিভিন্ন মুদি দোকান ও পাইকারী আড়তগুলোতে বাজার তদারকির ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ৩টি দোকানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৮ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহাকারি কমিশনার ভূমি রিফাত জাহান জানান, হাজীগঞ্জ বাজার মনিটরিং এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম