হাজীগঞ্জে বসতঘরের মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো গুইসাপ

নেয়া হবে ঢাকা

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় একটি বসতঘর নির্মাণ করতে মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো গুইসাপ।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে মকিমাবাদ চৌধুরী বাড়ীতে নির্মাণ শ্রমিক ও এলাকাবাসীর জালের ফাঁদে ধরা পড়ে গুইসাপটি।
হাজীগঞ্জ উপজেলা বন বিভাগ বলছেন, গুইসাপটি আট ফুট লম্বা। এটি এখানে নিরাপদ নয়। তাই শনিবার ঢাকা বন্য ও প্রাণী ইউনিটে নেয়া হবে।
স্থানীয় বাসিন্দা বিপ্লব জানান, মাটি খুঁড়তে গিয়ে এ বড় আকৃতির প্রাণীটি দেখতে পায়। প্রাণীটি জালে বন্দি করে বনবিভাগকে অবহিত করা হয়। সকাল থেকে গুইসাপটিকে মাছ খেতে দেয়া হয়েছে। কিছুই খায়নি।
দালানঘরের মালিক বলাই চৌধুরী বলেন, গুইসাপটি দেখে প্রথমে সবাই শিহরিত হয়ে পড়ি। পরে জালের ফাঁদে আটকে রাখা হয়। কাজে কিছুটা বিঘ্ন ঘটে।
বনবিভাগের  কর্মকর্তা তাজুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ওইসময় তিনি  বলেন, বন্য প্রাণী ইউনিটকে অবহিত করা হয়েছে। শনিবার তারা হাজীগঞ্জে এসে এটি নিয়ে যাবে।
তিনি আরো বলেন, গুইসাপ পরিবেশবান্ধব ও মানুষের জন্য অনেক উপকারী একটি প্রাণী। তবে এটি বর্তমানে অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। এদের গড় আয়ু ২৫-৩০ বছর। তবে কোন কোন ক্ষেত্রে এর চেয়ে বেশীও বেঁচে থাকে এরা।
গুইসাপটি দেখতে দিনভর বিভিন্ন জায়গায় থেকে অতি উৎসাহীরা ছুটে যান।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম