হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

হাজীগঞ্জ (চাঁদপুর): ‘৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্য সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

চাঁদপুর- ৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম টেলিকনফারেন্সে বক্তব্য রেখে বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৮টায় বিশ্ব জনসংখ্যা দিবসের উদ্বোধন করেন।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালী ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসাইনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯০ সাল থেকে প্রতিবছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। এবছর পবিত্র ঈদুল আজহার কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২১ জুলাই পালিত হয়।
ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম