হাজীগঞ্জ (চাঁদপুর): ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে ব্যানার ও ফেস্টুন সহযোগে সড়ক র্যালি, উদ্ভোধনী, আলোচনা সভা, মৎস্য চাষীদেরকে পুরস্কার প্রদান, পোনা অবমুক্ত সহ ‘মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি’ বিষয়ে প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়ার উপস্থাপনায় উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচী পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়াজী, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, মিজানুর রহমান মিলন, মানিক হোসেন প্রধানীয়া, গোলাম মোস্তফা স্বপন, মজিবুর রহমান মজিব, পুরস্কারপ্রাপ্ত দেশীয় প্রজাতীর রেনু ও পোনা উৎপাদনকারী নেপাল চন্দ্র দাস, দেশীয় প্রজাতীর মাছ চাষী নতুন উদ্যোক্তা আবদুল্লাহ আল নাহিদ প্রধানীয়া প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই ব্যানার ও ফেস্টুন সহযোগে সড়ক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। সভার শুরুতেই প্রধান অতিথি সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের পক্ষে মৎস্য সপ্তাহের উদ্বোধন এবং সভায় অতিথিদের বক্তব্য দেশে মৎস্য চাষীদেরকে পুরস্কার প্রদান, পোনা অবমুক্ত সহ ‘মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি’ বিষয়ে প্রমাণ্য চিত্র প্রদর্শন এবং পুকুরে মাছ অবমুক্ত করা হয়।
এসময় ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, ইউসুফ প্রধানীয়া সুমন, নুরুল আমিন হেলাল, মোস্তফা কামাল মজুমদার, কাজী নুরুর রহমান বেলাল, গিয়াস উদ্দিন বাচ্চু, একেএম মজিবুর রহমান ও আবু তাহের প্রধানীয়া, পৌরসভার প্যানেল মেয়র-২ ও কাউন্সিলর আজাদ হোসেন, মৎস্য কর্মকর্তা কার্যালয়ের নওরীন দীনাসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, রেনু ও পোনা উৎপাদনকারী এবং মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ জুলাই) সাংবাদিক, সুশীল সমাজ, মৎস্য খাদ্য ও ঔষধ ব্যবসায়ীসহ রেনু ও পোনা এবং মৎস্য চাষীদের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের ৭ দিন ব্যাপী (৩০ জুলাই-৫ আগস্ট) কার্যক্রম শুরু হয়।
মৎস্য সপ্তাহের তৃতীয় দিন (১ আগস্ট) সংশ্লিষ্ট সকল অংশীজনের অংশ গ্রহণে উপজেলার মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মত বিনিময়। চতুর্থদিন (২ আগস্ট) উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সহ পুকুরের পানির ভৌত-রাসায়নিক পরীক্ষা সহ ‘নিরাপদ প্রাণীজ আমিষের উৎস্য হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা’ শীর্ষক মত বিনিময় হবে।
দিবসের পঞ্চম দিনে (৩ আগস্ট) অনুষ্টিত হবে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের পানির ভৌত-রাসায়নিক পরীক্ষা ও অনুষ্ঠিত হবে মৎস্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা। ষষ্ঠদিন (৪ আগস্ট) উপজেলার মৎস্য চাষীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ এবং ৫ আগস্ট শেষ দিন জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়নের মাধ্যমে সমাপনী অনুষ্ঠিত হবে।
ফম/এমএমএ/