হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ভবনে দেশ একটি সম্মিলিত উচ্চারণের ব্যবস্থাপনায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষে “বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র”র উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকেলে ফিতাকেটে “বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র”র আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দীনসহ অতিথিবৃন্দ।
“বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র”র উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি মো. আবুল বাসার, বীরমুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, অজিত রায়, চাঁদপুর জেলা জাসদ এর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেশ একটি সম্মিলিত উচ্চারণ এর কর্ণধার বীরমুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন। উদ্বোধনীয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালচোঁ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. কামাল আহমেদ মজুমদার। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান পলাশ।
ফম/এমএমএ/