হাজীগঞ্জে পূজা উদযাপন পরিষদের সাথে পৌরসভার মতবিনিময়

হাজীগঞ্জ (চাঁদপুর): আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ. স. ম  মাহবুব-উল আলম লিপন।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে পূজা উদযাপন, আইন-শৃঙ্খলা ও সার্বিক বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এরপর তিনি পৌরসভাধীন ১২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে পৌরসভার পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক ও মণ্ডপের জন্য ব্যানার তুলে দেন। এর আগে আইন-শৃঙ্খলা বিষয়ে বক্তব্য দেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ ও হাজীগঞ্জ সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক মো. আব্দুল হালিম।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বনিক, উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সত্যব্রত ভদ্র মিঠুন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম মো. মজিবুর রহমান, ট্রাফিক সার্জেন্ট  মো. মাহমুদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটা. প্রাণকৃষ্ণ সাহা মনা, পৌর সভাপতি রাধাকান্ত দাস রাজু।
পৌর বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমনের উপস্থাপনায় সভায় পৌর পূজামণ্ডপের পক্ষে বক্তব্য দেন, পূজামণ্ডপ উদযাপন কমিটির পক্ষে রতন কুমার সাহা, অনিল চন্দ্র সাহা, সঞ্জয় সাহা, লিটন পাল, স্বপন চন্দ্র চক্রবর্তী, রবি রায় চৌধুরী, সুদীপ সাহা, চৈতন্য চন্দ্র দাস, দিনেশ কুমার সিংহ প্রমুখ।
এ সময় পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল সাহাসহ পৌর কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ, উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম