হাজীগঞ্জে পুলিশের বাঁধা উপেক্ষা করে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হাজীগঞ্জ (চাঁদপুর): দেশে বিদ্যুৎ ও জ্বালানী সংকট, সীমাহীন দুর্নীতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতির প্রতিবাদে পুলিশের বাঁধা উপেক্ষা করে হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে হাজীগঞ্জ বাজারে এ প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ-কচুয়া বিশ্বরোড থেকে শুরু হয়ে পূর্ব বাজার গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্ববায়ক ফয়সাল হোসাইনের সভাপতিত্বে ও হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা তালুকদার ও হাজীগঞ্জ পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব দ্বীন ইসলাম টগরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটোয়ারী।

মিছিলে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক এমএ নাফের শাহ, সহ-প্রবাসী বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু চৌধুরী, উপজেলা মৎসজীবি দলের সভাপতি ইমাম হোসেন, পৌরসভা যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, পৌরসভা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আজাদ কাশারী, পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সোহেল, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির আহমেদ জহির, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাইফুল হাসান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান তালুকদার, মোরশেদ আলম হীরা, শামসুদ্দিন খান, সাব্বির আহমেদ , কবির হোসেন রাজু, জাহিদুল ইসলাম রোমান, সদস্য বিল্লাল হোসেন মজুমদার, কামাল মারুফ, তারেক বীন আহসান, বশির উদ্দীন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাখাওয়াত সরকার, ইকবাল, সৌরভ সৌরভ, সদস্য সজল প্রমূখ।

ফম/এমএমএ/

মহিউদ্দিন আল আজাদ | ফোকাস মোহনা.কম