হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে কালচোঁ দক্ষিণ ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে তাসফিয়া আক্তার নামের পাঁচ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ওই ইউনিয়নের ভাটরা গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির কবির হোসেনের মেয়ে।
জানা গেছে, এদিন দুপুরে শিশু তাসফিয়া নিজ বাড়িতে খেলাধূলা করছিল। বেশ কিছুক্ষন তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা-নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, নিহত শিশুর সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফম/এমএমএ/