হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর :  চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পালিশারা গ্রামে পুকুরের পানিতে ডুবে তাহিয়া (২) নামে শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ওই গ্রামের মিজি বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জিয়াউল হক।

তাহিয়া উপজেলার ৯ নং গন্ধ্যর্বপুর (উত্তর) ইউনিয়নের পালিশারা মিজি বাড়ীর মো. ইসলামের মেয়ে। তিন বোনের মধ্যে তাহিয়া সবার ছোট।

নিহত তাহিয়ার মা জেসমিন বেগম জানান, দুপুর থেকে তাহিয়াকে খুজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর দুপুরে তাকে পাশের পুকুরের পানিতে ভাসতে দেখেন। এলাকাবাসী উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহিয়াকে মৃত ঘোষণা করেন।

ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম