হাজীগঞ্জে পচা খেজুর বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে পচা ও খাবার অনুপযোগী খেজুর বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেছেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে উপজেলার হাজীগঞ্জ বাজারস্থ মেসার্স সালমান সাইফ এন্টার প্রাইজের প্রতিনিধি মো. ফারুক হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুযায়ী এ জরিমানা আরোপ ও আদায় করেন তিনি।

জানা গেছে, মাহে রমজান মাসে ভোক্তা অধিকার নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় পচা ও খাবার অনুপযোগী খেজুর বিক্রি করার অপরাধে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের ও জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম