হাজীগঞ্জ (চাঁদপর): চাঁদপুরের হাজীগঞ্জে নতুন করে ও ব্যাপক পরিসরে নিউ মেডিনোভা ডিজিটাল মেডিকেল সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় দোয়া-মাহফিল ও আলোচনার মধ্য দিয়ে এই মেডিকেল সেন্টারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
হাসপাতালের চেয়ারম্যান ও উপজেলা হাসপাতার ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি রোটা. আহসান হাবিব অরুনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, হাফেজ মাও. মো. জুনায়েদ ও গীতা থেকে পাঠ করেন শিবু চন্দ্র। এরপর স্বাগত বক্তব্য দেন, ডাঃ মোহাম্মদ মহিবুল আলম রুবেল।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক ও হাটিলা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু প্রমুখ।
মেডিকেল সেন্টারের পরিচালক (প্রশাসন) শামিমুর রহমান খানের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও কর্তৃপক্ষের বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় অতিথি হিসাবে ডাঃ ওয়াদুদ, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়ের আহমেদ, ফিজিওথেরাপী কনসালটেন্ট তাপস চন্দ্র সাহা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বিসহ চিকিৎসক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, সুধী ও মেডিকেল সেন্টার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চিকিৎসা সেবার লক্ষ্যে ২০০৩ সালে থেকে নিউ মেডিনোভা ডিজিটাল মেডিকেল সেন্টারের কার্যক্রম শুরু করে মানসম্মত সেবা প্রদান প্রদান করে যাচ্ছে। বর্তমানে ব্যাপক পরিসরে নতুন স্থানে শেখ সিটি শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু করে।
ফম/এমএমএ/