হাজীগঞ্জে নারী মাদককারবারী মাফিয়া আটক

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নেতৃত্বে ১৭ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী মাফিয়া বেগমকে আটক করেছে পুলিশ।

বুধবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের মজুমদার বাড়ীর নিজ বসত ঘরের পাশের পরিত্যাক্ত টয়লেট থেকে ১৭ কেজি গাঁজাসহ আটক করা হয় মাফিয়াকে।

আটক মাফিয়া বেগম ওই বাড়ীর আবুল কালাম প্রকাশ কালামের স্ত্রী।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবায়ের সৈয়দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ কেজি গাঁজাসহ মাফিয়া বেগমকে আটক করা হয়েছে। তার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ব্যাপারে হাজীঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম