হাজীগঞ্জ (চাঁদপুর): জাতীয় শ্রমিক লীগ হাজীগঞ্জ উপজেলাধীন দ্বাদশগ্রাম ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন রানা ও সাধারণ সম্পাদক গাজী শুকুর আলম আগামি তিন মাসের জন্য ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন।
হাজীগঞ্জ বাজারস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে আব্দুল মতিনকে আহবায়ক, মো. জিসান প্রধানীয়া ও এমরান প্রধানীয়াকে যুগ্ম আহবায়ক, মো. মামুন হোসেনকে সদস্য সচিব করে নবগঠিত আহবায়ক কমিটির অনুমোদন এবং নেতৃবৃন্দকে কাউন্সিলের মাধ্যমে সকল ওয়ার্ড কমিটি গঠণ করার নির্দেশনা দেন উপজেলা নেতৃবৃন্দ।
এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের সার্বিক দিক-নির্দেশনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাথে ও পাশে থেকে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতকরণে কাজ করার নির্দেশনা দেন উপজেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী শুকুর আলমের উপস্থাপনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহাগ আহমেদ মাইনু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ উপস্থিত থেকে ইউনিয়ন নেতৃবৃন্দকে দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মনির হোসেন সাগর, সাংগঠনিক শেখ মনির, প্রচার সম্পাদক আজগর পাটওয়ারী, সদস্য মো. ইউছুফ পাটওয়ারী, মো. ওমর ফারুকসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/