হাজীগঞ্জে দুই মাদকব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ আলমাস মিয়া রাজু (৩৬) ও মো. রুবেল ওরফে ভন্ড (২৬) নামে দুই মাদকব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

শনিবার (৪ মার্চ) সকারে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে উপজেলা পরিষদ গেট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাজু ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের উত্তর পাড়া (হাবিবনগর) এরাকার মৃত মো. জামাল হোসেনের ছেলে এবং রুবেল মাদারীপুর জেলার কালকিনী থানার চৌদ্দ লক্ষ্য মোতালেব হাওলাদার বাড়ীর মৃত ফালানের ছেলে।

পুলিশ জানায়, আজ এসআই মোঃ ইউনুছ মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ হাজীগঞ্জ থানাধীন হাজীগঞ্জ উপজেলা পরিষদের ১নং গেইটের সামনে চাঁদপুর-কুমিল্লা হাসড়কের পাঁকা রাস্তার পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজা রাজু ও রুবেলকে গ্রেফতার করেন।

তাদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে চাঁদপুর আদালতে পাঠানো হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম