হাজীগঞ্জে দুঃস্থদের মাঝে ভ্যানগাড়ী, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ

হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জ উপজেলা পরিষদ ও সমাজসেবা কার্যারয়ের উদ্যোগে দূঃস্থ, পঙ্গু ও অসহায়দের মাঝে ভ্যান গাড়ী, হুইল চেয়ার ও নগদ টাকা বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ উপজেলা পরিষদের সম্মুখে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এ সরঞ্জামাদি ও নগদ টাকা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসাইন প্রমূখ।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম