হাজীগঞ্জে তিন হাসপাতালসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে অব্যবস্থাপনা ও লাইসেন্স নবায়ন না থাকায় ৩টি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার মালিককে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সময় ডেন্টাল কেয়ার নামে প্রতিষ্ঠানকে সীলগালা করা হয়।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।

অভিযানে হাজীগঞ্জ বাজারের পপুলার ল্যাব এন্ড জেনারেল হাসপাতালে নার্স সংকট ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫০ হাজার টাকা, ভিআইপি হাসপাতালে ৪০ হাজার টাকা, নিশাত হসপিটালকে ৪০ হাজার টাকা, আল রাজি ডায়াগনস্টিক  সেন্টারকে ৫০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে অভিযানে কর্মকর্তাদের দেখে ডেন্টাল কেয়ার নামক প্রতিষ্ঠানের চিকিৎসক পালিয়ে যায়। পরে ওই ডেন্টাল কেয়ার সীলগালা করা হয়।

এর আগে মঙ্গলবার একই বাজারে অভিযানে ১০ হাসপাতাল ও ১ ডায়াগণস্টিক সেন্টারকে ৫ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করে পৃথক দুটি ভ্রাম্যমান আদালতা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানকি জানান, ভোক্তা অধিকার আইন পৃথক দুটি ধারায় লাইসেন্স নবায়ন না থাকা ও  সার্টিফিকেট ছাড়া নার্স নিয়োগসহ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নঈম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রমিজ উদ্দিন সহ থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম