হাজীগঞ্জে ১৩৯০ কেজি পলিথিন জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর : চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে হাজীগঞ্জ বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৩৯০ কেজি পলিথিন জব্দ এবং ৭ হাজার ৫০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

রাতে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, হাজীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মকিমাবাদ মেয়র পার্ক এলাকায় মাহি প্যাকেজিং নামে প্রতিষ্ঠানের মিজানুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১৩০০ কেজি পলিথিন জব্দ, বালুর মাঠ এলাকার মো. মাইনুদ্দিনের নুরজাহান প্যাকেজিং থেকে ৫০ কেজি পলিথিন জব্দ এবং তাকে ১ হাজার টাকা জরিমানা এবং হকার্স মার্কেটের সফিকুর রহমানের বৃষ্টি প্যাকেজিং হাউজ থেকে ৪০ কেজি পলিথিন জব্দ এবং ১ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া অভিযানে উপস্থিত ছিলেন।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। আইন শৃংখলা রক্ষার্থে হাজীগঞ্জ থানার একদল চৌকস পুলিশ দল অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

পরিবশে অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার প্রতিটি স্থানে নিষিদ্ধ পলিথিন বিরুদ্ধে অভিযান চালানো হবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম