হাজীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে ভোক্তা অধিকার লঙ্ঘন করায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার পশ্চিম বাজার ও মিঠানিয়া বিজ্র সংলগ্ন এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

তিনি বলেন, আজ হাজীগঞ্জ পশ্চিম বাজার ও মিঠানিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় মিডওয়ে ফার্মেসিকে ৫ হাজার টাকা, জেনারেল হাসপাতাল ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় চাঁদপুর জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহযোগিতায় করেন হাজীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম