হাজীগঞ্জে জোড়া খুনের ঘটনায় সন্দেহভাজন ৯ জনকে জেলহাজতে প্রেরণ

ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। ছবি: সংগ্রহীত।
হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুলে একটি বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক প্রৌঢ় দম্পতির লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন ৯জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে।
পুলিশ জানায়, ঘটনার পর জোড়া খুনের ঘটনায় সন্দেহভাজন  রাশেদ(২৭) তার ভাই রাকিব(২৩) ও  আলমাছ(৪৫), দিদার, মাসুদ, শ্যামল, হারেছ, আলামিন, ফয়সালসহ ৯ জনকে সন্দেহজনক ভাবে আটক করা হয়। তাদের গ্রামের বাড়ী পাশ্ববর্তী উত্তর রায়চোঁ, দক্ষিণ রায়চোঁ, উত্তর বড়কুল, টোরাগড় দক্ষিণ পাড়া এলাকা। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের তাদের কাছ থেকে খুনের ঘটনার কোন তথ্য পায়নি পুলিশ।
গেলো শুক্রবার রাতে নিহত দম্পতির মেয়ে রীনা রানী বর্মণ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
শুক্রবার উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে একটি বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই দম্পতির লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকাল আটটায় স্থানীয় এক নারী ফুল তুলতে গিয়ে ঘরের দরজা খোলা দেখেন। পরে তিনি ঘরের ভেতর লাশ পড়ে থাকতে দেখেন। থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহত দুজন হলেন বড়কুল ইউনিয়নের দাসপাড়া এলাকার উত্তম বর্মণ (৬২) ও তাঁর স্ত্রী কাজলী রানী বর্মণ (৫৫)। তাঁরা একই এলাকার দুলাল দাসের বাড়ির পাহারাদার হিসেবে বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালিশচাপা দিয়ে তাঁদের হত্যা করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম