হাজীগঞ্জ (চাঁদপুর): ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় গত কিছুদিন পূর্বে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের গুলিবর্ষণ ও হামলার প্রতিবাদে, হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
রোববার (২৯ মে ) বিকালে হাজীগঞ্জ কচুয়া সড়কের চৌরাস্তা থেকে ষ্টেশন রোড হয়ে বাজারে এসে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এম এ রহিম পাটোয়ারি, শ্রমিক দলের নেতা আজাদ কাশারী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন, সদস্য সচিব মাসুদ রানা তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/