
চাঁদপুর : চাঁদপুরে হাজীগঞ্জ বাজারে মুদি দোকানে নকল কয়েল ও ফাস্টফুডের দোকানে পণ্যের মেয়াদ না থাকায় ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে আলুর দাম নিয়ন্ত্রণে সতর্ক করা হয়েছে মান্নান কোল্ড স্টোরেজকে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা শাখার সহকারি পরিচালক নূর হোসেন রুবেল।
নূর হোসেন রুবেল জানান, নকল কয়েল রাখায় সুমাইয়া স্টোর অ্যান্ড কনফেকশনারীকে ১০ হাজার টাকা, পণ্যের মেয়াদ না থাকায় ফুড লাভার্সকে দশ হাজার টাকা, মূল্য তালিকা না রাখায় মান্নান স্টোরকে ৫ হাজার টাকা, ফুড কেয়ারকে ৪ হাজার টাকা, লিটন স্টোরকে ৪ হাজার টাকা ও কাদের স্টোরকে ২ হাজার টাকা’সহ মোট ছয় প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে পাইকারি বাজারে আলুর দাম ২৬ থেকে ২৭ টাকা করে বিক্রয় করার জন্য হাজীগঞ্জের মান্নান কোল্ড স্টোরেজকে সতর্ক করা হয়। এবং খুচরা বাজারে যাতে ৩৬ থেকে ৩৭ টাকা করে বিক্রয় হয় সেই নির্দেশ দেন তিনি।
ভোক্তাদের স্বার্থে তাদের এই অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা।
ফম/এমএমএ/