হাজীগঞ্জে চুরি করতে এসে নারীকে ধর্ষণের অভিযোগ !

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে এক বয়স্ক স্বামী পরিত্যাক্ত এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়নের মাতৈনগ্রামের বন্ধন আবাসিক এলাকায় শনিবার দিবাগত রাত আনু আড়াইটার সময় এমন ঘটনা ঘটে বলে জানান বাড়ীর লোকজন।

বৃদ্ধার ভাই সেলিম জানান, আমার বোন স্বামী পরিত্যাক্ত। তার কোন ছেলে মেয়ে না থাকায় আমার কাছে থাকে রবিবার গভীর রাতে আমার ঘরে সংঘবদ্ধ ডাকাতের দল ডুকে আমার বোনের সাথে খারাপ কাজ করে। ঘরের ভেতরে আরেক রুমে আমার স্ত্রী ছিলো তাকেও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছিলো।

একই ঘরে থাকা রাশেদা বেগম জানান, রাত ২টা/আড়াইটার দিকে আমাদের ঘরে ডাকাত ডুকে আমার স্বামীর বড় বোনের সাথে খারাপ কাজ করেছে। পাশা-পাশি আমাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।

দুপর ১২টার দিকে বৃদ্ধা ওই নারীকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তামীম মুঠো ফোনে জানান, ঘটনাটি আমরা বৃদ্ধার পরিবারের মুখে শুনেছি। তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হচ্ছে। ধর্ষণের মতো ঘটনা ঘটেছে কিনা পরীক্ষা-নিরীক্ষার পর জানাযাবে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ডাকাতির মতো কোন ঘটনা ঘটেনি। আমি পুলিশ পাঠিয়েছে। যদ্দুর জানতে পেরেছি ওই বৃদ্ধা মহিলার পাতলা পায়খানা, যার কারণে সে কয়েকবার ওয়াশ রুমে গিয়েছে। বৃদ্ধা মহিলার সাথে ধর্ষণের মতো ঘটনা কিভাবে ঘটে বুঝে আসেনা। তবে মহিলাকে হাসপাতালে নেয়া হয়েছে। পরীক্ষ-নিরীক্ষা করা হচ্ছে।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম