হাজীগঞ্জে গাঁজাসহ আটক ৩ মাদককারবারী গ্রেফতার

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৭ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এসআই মোঃ আব্দুল্লাহ পৌরসভাধীন আলীগঞ্জে অটোতো তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা ও গাঁজা বিক্রয়ের ৪০ হাজার টাকাসহ জানে আলম নামে এক মাদককারবারীকে গ্রেফতার করে।

একই দিন রাতে এসআই মোহাম্মদ মিছবাহুল আলম চৌধুরী পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের মাদককারবারী মো. শরীফকে ৩ কেজি পঞ্চাশ গ্রাম ও শিপনকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার  করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদককারবারীদের বিরুদ্ধে তথ্য দিয়ে আপনার পুলিশকে সহযোগিতা করবেন। তথ্য দাতার নাম গোপন রাখা হবে।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম