হাজীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জে গলায় ফাঁস দিয়ে মো. জুয়েল হোসেন নামের ২৭ বছর বয়সি এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (১৩ মার্চ) দুপুর আনুমানিক তিনটার দিকে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের মাড়কি গ্রামের খাসের বাড়িতে এ ঘটনা ঘটে। আত্মহননকারী যুবক ওই বাড়ির মো. দ্বীন ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মো. জুয়েল হোসেনের মানসিক সমস্যা রয়েছে। তবে সব সময় (নিয়মিত) না , তিনি মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ ও কাজকর্ম করতেন। এদিন (সোমবার) দুপুরে তিনি বাড়িতেই ছিলেন। তার স্ত্রী পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। এসময় ফাঁকা ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

তার বোন জানান, ভাই জুয়েল হোসেনের মানসিক সমস্যার জন্য বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হয়েছে এবং চিকিৎসার কিছু কাগজপত্রও তাদের কাছে রয়েছে। যেহেতু তার মাঝে মাঝে মানসিক সমস্যা দেখা দেয়, তাই অনেকেই বলেছেন, ভাইকে বিয়ে করালে ঠিক হয়ে যাবে (মানসিক সমস্যা ভালো হয়ে যাবে)।

তিনি বলেন, দুই মাস আগে তাকে (মো. জুয়েল হোসেন) বিয়ে করানো হয়েছে। কিন্তু বিয়ের দুই মাস পার না হতেই আবারো তার মানসিক সমস্যা দেখা দেয়। যার কারনে তিনি আত্মহত্যা করে বসলেন। এদিকে খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ এদিন রাতে মো. জুয়েল হোসেনের মরদহে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, নিহতের পরিবারের লোকজন থানা এসেছেন। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম