হাজীগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের নিরাপত্তাপ্রহরি ৬ লাখ টাকা নিয়ে উধাও

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ কর্মসংস্থান ব্যাংকের নিরাপত্তাপ্রহরি বাবুল হোসেন পাটোয়ারি ব্যাংকের প্রায় প্রায় ৫ লাখ ৭৯ হাজার ৩৩০ টাকা নিয়ে উধায় হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেছেন ব্যাংকের ব্যবস্থাপক নাছিমা বেগম।

অভিযুক্ত নিরাপত্তা প্রহরী বাবুল হোসেন পাটোয়ারি বুধবার (৩ জুলাই) বিকেলে ব্যাংকের আলীগঞ্জ শাখা থেকে টাকাগুলো প্রতিদিনের মতো জনতা ব্যাংক হাজীগঞ্জ শাখায় জমা দিতে গিয়ে উধাও হয়।

নিরাপত্তা প্রহরী বাবুল হোসেন পাটোয়ারি পাশবর্তী শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নের গোলপুরা পাটোয়ারি বাড়ির শফিকুর রহমান পাটোয়ারির ছেলে।

ব্যাংকের ব্যবস্থাপক টাকা খোয়া যাওয়ার বিষয়ে সাংবাদিকদের কোন বক্ত্য দেননি। তবে তিনি জানান, বিষয়টি নিয়ে বাড়া-বাড়ী না করাটাই ভালো। ঘটনা যা ঘটেছে পুলিশ বিষয়টি দেখছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনায় হাজীগঞ্জ থানায় ব্যাংকের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অপর দিকে নিখোঁজ নিরাপত্তাপ্রহরি বাবুলের স্ত্রীও একটি সাধারণ করার জন্য থানায় এসেছিলেন। কিন্তু আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম