হাজীগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।

দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে অবস্থিত মৃত্যুঞ্জয়ী মুজিব চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সর মাধ্যমে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টও কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি ।

ভারপ্রাপ্ত হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার ভূমি মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রখেন অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভিন মিলি, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা কামাল।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম