হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপরে উপজেলার ৬নং বড়কুল সোনাইমুড়ী সেবা সংগঠনের সম্মুখে স্থানীয় স্বেচ্ছাসেবক টিম তাকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী শাকিল সেন্দ্রা গ্রামের জাহাঙ্গীরের ছেলে। পরে হাজীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে তাকে ইয়াবাসহ থানায় নিয়ে যান।
স্থানীয়রা জানান, শাকিল দীর্ঘ দিন মাদক ব্যবসার সাথে জড়িত। সে অত্র অঞ্চলে ইয়াবার স্বর্গ রাজ্য গড়ে তুলেছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
ফম/এমএমএ/