হাজীগঞ্জে আরও ৯ কিশোর গ্যাং সদস্য আটক

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৯ কিশোরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে থানার একটি চৌকস পুলিশ দল অভিযান চালিয়ে ৯জন কিশোরগ্যাং সদস্যকে আটক করে থানায় নিয়ে আসেন।

এসব তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুক।

ওসি জানান, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর এর দিক নির্দেশনায় হাজীগঞ্জ থানা পুলিশ পৌর এলাকার রেল লাইন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জন কিশোরগ্যাং সদস্যকে আটক করা হয়। এর মধ্যে যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই তাদেরকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হবে। আর অপরাধে জড়িত থাকলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর পূর্বেও হাজীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯জন কিশোরগ্যাং সদস্যকে আটক করা হয়। কিশোর গ্যাং ও মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হাজীগঞ্জ থানা পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম